ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে আরও তিন বিশ্ববিদ্যালয়

দেশ পত্র
  • আপডেট সময় : ০৪:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে পারে আরও তিনটি বিশ্ববিদ্যালয়। বুধবার গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আয়োজিত সভায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে মত দিয়েছেন ওই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার রাত ৯টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হওয়া সভা শেষ হয় রাত সাড়ে ১০টায়। সভায় উপস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গুচ্ছ থেকে আরও তিন বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে গতকালের সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভাটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে ডাকা হলেও, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার সময় বশেমুরবিপ্রবি, হাবিপ্রবি এবং ইবি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে।’

ওই উপাচার্য আরও জানান, এর কারণ হিসেবে তারা জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের একটি অংশ, শিক্ষক এবং কর্মকর্তারা গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাপ দিচ্ছেন। তাদের মতামত উপেক্ষা করে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত থাকলে পরীক্ষা আয়োজনসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এজন্য তারা এ প্রক্রিয়ার মধ্যে থাকতে চান না।’

এ বিষয়ে জানতে চাইলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভায় অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে। যারা বেরিয়ে যেতে চায় তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। আমরা ভর্তি পরীক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই।’

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে। তিন ইউনিটে অনুষ্ঠেয় এ পরীক্ষা শেষ হবে আগামী ৯ মে।

এ বিষয়ে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আগামী ২৫ এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে বি ইউনিট এবং ৯ মে বিজ্ঞান অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : The Daily Campus

নিউজটি শেয়ার করুন

গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে আরও তিন বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৪:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে পারে আরও তিনটি বিশ্ববিদ্যালয়। বুধবার গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আয়োজিত সভায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে মত দিয়েছেন ওই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার রাত ৯টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হওয়া সভা শেষ হয় রাত সাড়ে ১০টায়। সভায় উপস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গুচ্ছ থেকে আরও তিন বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে গতকালের সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভাটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে ডাকা হলেও, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার সময় বশেমুরবিপ্রবি, হাবিপ্রবি এবং ইবি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে।’

ওই উপাচার্য আরও জানান, এর কারণ হিসেবে তারা জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের একটি অংশ, শিক্ষক এবং কর্মকর্তারা গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাপ দিচ্ছেন। তাদের মতামত উপেক্ষা করে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত থাকলে পরীক্ষা আয়োজনসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এজন্য তারা এ প্রক্রিয়ার মধ্যে থাকতে চান না।’

এ বিষয়ে জানতে চাইলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভায় অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে। যারা বেরিয়ে যেতে চায় তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। আমরা ভর্তি পরীক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই।’

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে। তিন ইউনিটে অনুষ্ঠেয় এ পরীক্ষা শেষ হবে আগামী ৯ মে।

এ বিষয়ে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আগামী ২৫ এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে বি ইউনিট এবং ৯ মে বিজ্ঞান অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : The Daily Campus