এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে বিয়ামের প্রাণবন্ত আলোচনা সভা

- আপডেট সময় : ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (APU)-তে বাংলাদেশী ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আলোচনা সভা। সভায় মূলত কমিটি সংস্কার, ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উদ্বোধন করেন বিয়ামের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট উসামা বিন আব্দুল বারি। তিনি শিক্ষার্থীদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে একসাথে নেতৃত্ব বিকাশে কাজ করার আহ্বান জানান।
কেন্দ্রীয় সেক্রেটারি এমডি রফিকুল তাঁর বক্তব্যে বলেন— “প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার মাধ্যমেই বিয়াম মালয়েশিয়ার Best Achievers Award অর্জন করেছে। লাল-সবুজের সুনাম আরও উজ্জ্বল করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিয়ামের দপ্তর সম্পাদক নিবিড়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ওমর ফারুক সৈকত, সেক্রেটারি আরিফ, মেধাবী শিক্ষার্থী নাফিউল কবীর, ফাইরুজ নওয়ার, রিয়াদ আল হাবিব এবং সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের মেহেদী ও আপন।
অতিথিরা একযোগে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং ভবিষ্যতে আরও বেশি নেতৃত্ব বিকাশমূলক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেন।
এই আয়োজন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে এবং প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও সাংস্কৃতিক প্রচারে বিয়ামের ভূমিকা আরও সুদৃঢ় করেছে।