ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১৩৯টি বোমা উদ্ধার, বিজিবির অভিযান

দেশপত্র ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর টহল দল চকপাড়া বিওপির কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৩৯টি বোমা উদ্ধার করে। এর মধ্যে ৯৯টি হাতবোমা এবং ৪০টি পেট্রোল বোমা রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। তবে, এই বিস্ফোরক দ্রব্যগুলোর সঙ্গে কে বা কারা যুক্ত ছিল, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন এবং বলেন, “আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।”

এছাড়াও, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১৩৯টি বোমা উদ্ধার, বিজিবির অভিযান

আপডেট সময় : ০৬:৩১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর টহল দল চকপাড়া বিওপির কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৩৯টি বোমা উদ্ধার করে। এর মধ্যে ৯৯টি হাতবোমা এবং ৪০টি পেট্রোল বোমা রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। তবে, এই বিস্ফোরক দ্রব্যগুলোর সঙ্গে কে বা কারা যুক্ত ছিল, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন এবং বলেন, “আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।”

এছাড়াও, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।