বছরের প্রথম দিনে বিশ্ব জনসংখ্যা দাঁড়িয়েছে ৮০৯ কোটি

দেশ পত্র
- আপডেট সময় : ১০:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বিদায়ী বছরে বিশ্বব্যাপী জনসংখ্যা ৭ কোটি ১০ লাখের বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন জনশুমারি অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্ব জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাতে পারে। এ তথ্য প্রকাশ করেছে মার্কিন বার্তাসংস্থা এপি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কম ছিল। বিদায়ী বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক নয় শতাংশ। নতুন বছরে বিশ্বে প্রতি সেকেন্ডে জন্মহার হতে পারে ৪.২ এবং মৃত্যুহার ২.০।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ লাখ। ১ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।